ওমর ফারুক

মোঃ তারেক মিয়া, শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি:

আজ সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে ৬ডিসেম্বর রোজ বুধবার এই প্রথম একটি নজির বিহীন ব্যতিক্রমী কার্যক্রম সুন্নাতে খতনা অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী তৌহিদ এলাহী শাহজাদা পক্ষ থেকে দারুল হিকমা ফজলুর রহমান চৌধুরী মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থীকে ফ্রীতে সুন্নাতে খতনা করানোর হয়েছে ।

উক্ত মাদ্রাসার ১৬ জন ছাত্রদেরকে ঔষধ সহ যাবতীয় খরচ সম্পন্ন বহণ করেন। তাছাড়া শ্রীহাইল জামিয়া মসজিদ এর সাউন্ড স্পিকার সহ মসজিদের বিভিন্ন আসবাবপত্র উপহার দেন।

  • উক্ত অনুষ্ঠানটি পরিবেশনায় দায়িত্বে ছিলেন হাফেজ আল সাহেব উক্ত মাদ্রাসার মুক্তামিম ও পরিচালক অত্র মাদ্রাসা , অনুষ্ঠানটি সুন্দর ও সফল করার জন্য উপস্থিত ছিলেন শ্রীহাইল জামিয়া মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল হাবিব সহ এলাকার মুরুব্বিয়ান, যুবক, সাংবাদিক, ছাত্রদের অভিভাবক সহ অনেক ব্যক্তিবর্গ।

  • তাছাড়া গত ৩০ই নভেম্বর চৌধুরী তৌহিদ এলাহী সহযোগিতা সিলেট এইড ও তাহমিমুন কোরআন ইউ,কে উদ্যোগে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য শীত বস্ত্র বিতরণ করেন এবং দুপুরের খাবারের আয়োজন করা হয়।