
নুরুল কবির, সাতকানিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:
সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর দারুস সালাম থানায় ও শের-এ বাংলা থানা নগর থানায় পৃথক দুটি মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এই জেল সুপার বলেন, ‘গত বুধবার আমরা মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পাই। পরে আমরা কারাবিধি অনুযায়ী যাচাই করি। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’
তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের রাজধানীর দারুস সালাম থানায় ও শের-এ বাংলা থানা নগর থানায় পৃথক দুটি মামলা রয়েছে। তিনি গত ২০২১ সালের ৩১ মে থেকে এ কারাগারে বন্দী ছিলেন। দুটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন।
উল্লেখ্য, ধর্মীয় ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ২০২১ সালের ২৪ মে মুফতি আমির হামজাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গ্রেপ্তার করেছিল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.