
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিঃ এর সম্মানিত চেয়ারম্যান ও এই প্রতিষ্ঠান কে ঘিরে যে কয়েকটি গণমাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে রেমিট্যান্স যোদ্ধাদের বিভ্রান্তি ছড়ানো হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল অত্র প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন করার লক্ষ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছেন। এটা মূলত নিবন্ধন কৃত প্রতিষ্ঠান যাহার নিবন্ধন নাম্বার১৪৬৮৪, রেমিট্যান্স যোদ্ধাদের প্রাণের সংগঠন এবং রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে কাজ করে
আসছে। কয়েকটি গণমাধ্যমে মিথ্যা বানোয়োট সংবাদ প্রচার করায় সকল রেমিট্যান্স যোদ্ধারা প্রতিবাদের ঝড় তুলেছেন।
তাই চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিঃ এর চেয়ারম্যান ও পুরো প্রতিষ্ঠানের প্রতি শাখা আস্থা-সমর্থন ও সফলতা কামনা করি উক্ত আমি সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন যাহার কোন দালিলিক প্রমাণ সংবাদের দিতে পারেন নাই।সংবাদটি সম্পূর্ণ অসত্য, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত।
চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চেয়ারম্যন সহ সকল সদস্য দের আস্থা- সমর্থনও সফলতা কামানা করছি। নেজাম উদ্দীন সৌদি প্রবাসী সদস্য আইডি ২১৫: চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিঃ
নেজাম উদ্দিন সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.