
নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় দিকে রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন সহ বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক সেকেন্দার আলী জানান, এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.