
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় 'পূর্বধলা কাচারী আশ্রায়ন' প্রকল্পে'র নিজ বসত ঘরে ডেকে এনে ৮ বছরের বোবা শিশু ধর্ষণে’র অভিযোগে ঘটক আবু তাহের (৫৫)কে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
আজ (৭ ডিসেম্বর)বৃহস্পতিবার দুপুরে পশ্চিম পূর্বধলা 'কাচারী আশ্রায়ন প্রকল্প' এলাকার নিজ বসত ঘর-৩ নং থেকে তাকে আটক করা হয়েছে। আবু তাহের (৫৫) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নে’র মৃত ঝাটু চৌকিদারে’র ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আশ্রায়ণ প্রকল্পে’র নিজ বসত ঘরে বোবা শিশুটিকে ডেকে এনে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার মা শিশুটিকে উদ্ধার করে। আজ (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার ভূক্তভোগী শিশুটির মা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। (পূর্বধলা থানার মামলা নং-৪)। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আজ দুপুরে (এসআই) এস এম শফিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পশ্চিম পূর্বধলা আশ্রায়ন প্রকল্পে শিশু ধর্ষণে'র অভিযোগে আজ দুপুরআসামী ধর্ষক আবু তাহেরকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.