ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আইডিয়াল স্কুলের পক্ষ থেকে দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা, নারী শিক্ষার রুপকার, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মিসেস নুরে ইয়াসমিন ফাতিমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের শিক্ষকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন, স্কুলের ডাইরেক্টর, সামরাস টাভেলস এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী ও হালাল ডাইন রেষ্টুরেন্টের পরিচালক মোহাম্মদ আবু ছিদ্দিক, ডাইরেক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাতকানিয়া লোহাগাড়া বার্তা পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন সাফিন, শিক্ষিকা আরজু আক্তার ও সালমা আক্তার।

মিসেস নুরে ইয়াসমিন ফাতেমা শিক্ষকদের বলেন- ছাত্র-ছাত্রীদের আন্তরিক ভাবে পাঠদান ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ছাত্রীদের তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে গড়ে তুলার পরামর্শ দেন।