
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়ােগ পরীক্ষায় ইলেক্ট্রনিক
ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় ৮ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) ভোলা জেলার সদরের বিভিন্ন
পরীক্ষাকেন্দ্র নিয়ােগ পরীক্ষা চলাকালীন থেকে তাদের
আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি ইলেকট্রনিক ডিভাইস
সংযুক্ত মাস্টারকার্ড, ৮টি ব্লুটুথ ডিভাইস ও ৮টি মােবাইল
ফোন উদ্ধার করা হয়।
উক্ত আটককৃত পরীক্ষার্থী ও তাদের সরঞ্জাম কেন্দ্র সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোলা জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ কেন্দ্র সচিব জানান,প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়ােগ পরীক্ষা চলাকালীন অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় ও ৮ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানাে হবে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া
এক ঘণ্টার এ পরীক্ষা (এমসিকিউ) চলে বেলা ১১টা পর্যন্ত।
প্রথম ধাপে রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ১৮ জেলায়
একযােগে পরীক্ষার হলে বসেন চাকরিপ্রার্থীরা।
জেলাগুলাে হলাে, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভােলা, বরগুনা, ঝালকাঠি, পিরােজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এসব জেলায় মােট কেন্দ্র ৫৩টি আর পরীক্ষার কক্ষ ছিল আট হাজার ১৮৬টি।
প্রথম ধাপর পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ
৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। এ ধাপে বরিশাল, রংপুর
প্রথম ধাপের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ
৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। এ ধাপে বরিশাল, রংপুর
ও সিলেট বিভাগের ৭২ উপজেলায় ভোলায় প্রাথমিক
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.