
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
অপহরণের ৫ দিন পর কিশোরগঞ্জের এক শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব-১৪। গত বুধবার রাতে খোকা মিয়া নামে ওই শিশুকে উদ্ধার করা হয়। বুধবার ময়মনসিংহ রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয় অপহরণকারী মো. রাকিবকে (২১)।
খোকা মিয়ার বড় ভাই দিদারুল ইসলামের ‘ধর্মের ভাই’ সেজে জেলার মিঠামইনের বাড়িতে গিয়েছিল রাকিব। সেখান থেকে ১ ডিসেম্বর শিশুটিতে তুলে নিয়ে যায় সে। খোকা মিঠামইনের ঢাকী ইউনিয়নের পুবহাটি গ্রামের অলি মিয়ার ছেলে। র্যাব-১৪ ও পুলিশ জানায়, খোকার বড় ভাই দিদারুল ইসলাম গাজীপুরে কর্মরত।
সেখানে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের বাসিন্দা রাকিব। এক পর্যায়ে সে দিদারুলকে ধর্মের ভাই বানায়। এর সূত্র ধরে তাঁর বাড়িতে গিয়ে ১ ডিসেম্বর ছোট ভাইকে বেড়ানোর কথা বলে অপহরণ করে।
দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় রাকিবের মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পান দিদার। এ দিন সন্ধ্যা ৬টায় তাঁকে কল করে রাকিব ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানিয়ে দিদার সেদিনই মিঠামইন থানায় জিডি করেন। বিষয়টি র্যাবকেও জানানো হয়।
পাশাপাশি শিশুটি যেন অক্ষত থাকে, সে জন্য রাকিবকে পাঁচ হাজার টাকাও পাঠানো হয়। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে খোকাকে উদ্ধার করেন তারা।
কিন্তু রাকিব পালিয়ে যায়। পরদিন বুধবার তাকে ময়মনসিংহ রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়।মিঠামইন থানার ওসি আহসান হাবিব জানিয়েছেন, বৃহস্পতিবার অপহরণের শিকার শিশু ও অপহরণকারী রাকিবকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.