
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মিঠামইন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্দ্যেগে ০৯ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পযর্ন্ত পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের উপলক্ষ্যে মিঠামইন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্দ্যেগে রাষ্ট্র পতি মোঃ আবদুল হামিদ পল্লীতে স্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করা হয়।
উক্ত স্যাটেলাইট ক্লিনিকে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ নাজমুল আনোয়ার অপু, মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আবদুল্লাহ আল শাফি মহোদয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আনজুমান ইসলাম।
সেবা প্রদান করেন ডাঃ আজাদ হাসান মেডিকেল অফিসার এম সি এইচ এফ পি, ডাঃ হাসিফ মেহেদী রহমান মেডিকেল অফিসার প্রমুখ।
উক্ত স্যাটেলাইট ক্লিনিকে প্রায় ২৫০ জন সেবা গ্রহিতাকে মা ও শিশু স্বাস্থ্য, গর্ভবতী মা কে ANCসেবা প্রসবপরবর্তী PNCসেবা, কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা, প্রসবপরবর্তী PPFP সেবা, পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। উক্ত স্যাটেলাইট ক্লিনিককে সাফল্য মন্ডিত করে তোলায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.