
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালের গৃহবধূ জান্নাতুল ফেরদৌস (২১) এক বছরের শিশুসহ মানিকগঞ্জের ঘিওর থেকে নিখোঁজ হয়েছেন। গত ইংরেজি ১ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টার সময় তিনি একটি চিরকুট লিখে রেখে ঘিওরের বাসা ছেড়ে বাচ্চাসহ নিখোঁজ হন। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী শেখ রবিউল ইসলাম ঘিওর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
ভুক্তভোগী স্বামী শেখ রবিউল ইসলাম জানান, চার বছর পূর্বে পার্শ্ববর্তী মোংলা উপজেলার বকুলতলা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে বিয়ে করেন। সেই সংসারে রেদোয়ান হাসনাত সাবাব নামের একটি ছেলে সন্তান জন্ম নেয়।
সেই সন্তানকে নিয়ে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস নিখোঁজ হয়। সন্তানসহ গৃহবধূ নিখোঁজ হওয়ায় দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। তারা তার সন্ধান চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন।
তার কোন সন্ধান পাওয়া গেলে রামপাল থানায় অথবা ঘিওর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.