
হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাধবপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের ( পশ্চিম মাধবপুর) দেলোয়ার আলী'র পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে এএসআই নূরুল হক সহ পুলিশের একটি দল পৌরসভার পশ্চিম মাধবপুরে আলী আকবর এর বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য আলী আকবরের বিরুদ্ধে ২২ টি মাদক মামলা রয়েছে। স্থানীয় ভাবে সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।
মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.