
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
যার বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিনি হলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের
নারী ইউপি সদস্য আমেনা বেগম।
ইউনিয়নের মাথরা গ্রামের হাজী জাকির হোসেনের ছেলে আনোয়ার হোসেন জানায়, জন্ম নিবন্ধন ও প্রত্যায়নপত্রের জন্য তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে আমেনা।
আমেনা বেগমের বিরুদ্ধে রয়েছে বয়স্ক ভাতা, জন্ম নিবন্ধন ও প্রতিবন্ধী ভাতার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা জানান, ওয়ারিশ সনদ পেতে স্বাক্ষর নিতে এক হাজার টাকা দিতে হয়েছে ইউপি সদস্য আমেনা বেগমকে একটি প্রত্যায়নপত্র নিতে গিয়েও এই নারী ইউপি সদস্যের ধারা হয়রানির শিকার হয়েছেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির ভগ্নিপতি।
আমদিয়া বাজারের মিষ্টির দোকানী নাইম জানান, তার স্ত্রীর গর্ভকালীন ভাতা পায়িয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে দুই হাজার টাকা নেন ইউপি সদস্য আমেনা বেগম। এই ইউপি সদস্য আমেনা বেগম মাথরা গ্রামের মানিক মিয়ার বয়স্ক ভাতার টাকা থেকে দুই হাজার টাকা রেখে দিয়েছিলেন পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে মানিক মিয়ার কাছ থেকে রেখে দেওয়া টাকা ফেরত দেন আমেনা বেগম।
ইউপি সদস্য আমেনা বেগমের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জানতে তার ফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন অভিযোগ সত্য হলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে কথা বলতে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর সরকারি ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.