
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই(হবিগঞ্জ) প্রতিনিধি:
উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ছাত্রী তাহসিনা জান্নাত নোভা টেলেন্টফুল বৃত্তি পেয়েছে।হবিগঞ্জ শিক্ষা সংস্কৃতি উন্নয়ন পরিষদ এর আয়োজনে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশ নিয়ে টেলেন্টফুল বৃত্তি পেয়েছে নোভা।
সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী তাহসিনা জান্নাত নোভার এ কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করতে পরায় সে তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেশ রন্জন দাস সহ সকল শিক্ষক-শিক্ষিকা গনের কৃতজ্ঞ।সে সকলের নিকট দোয়া প্রার্থী।
তাহসিনা জান্নাত নোভা লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তার এর কন্যা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.