
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে পেয়াজের দাম বাড়িয়ে বিক্রির দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬ দোকানীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
রবিবার,১০ ডিসেম্বর সকাল ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
অভিযান পরিচালনার সময় পদুয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুন লায়েল বলেন জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.