
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার উদ্যোগে ফ্রী চোখের ছানি অপারেশন ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) পদক্ষেপ'র স্বাস্থ্য কর্মকর্তা ডা: তন্ময় দাস এর সঞ্চালনায় এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।এতে এলাকার প্রায় দেড় শত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং ৩০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল দাস।
আরোও উপস্থিত ছিলেন পদক্ষেপ'র সমাজ উন্নয়ন কর্মকর্তা মো:আলমগীর, উদ্যোগ কর্মকর্তা আব্দুর রহমান চৌধুরী ইমন প্রমুখ।
উক্ত ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি (মাতারকাপন) চক্ষু হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাঃ নুসরাত মেহজাবিন,ডাঃ আব্দুল মান্নান সহ হাসপাতালের স্টাফরা সহযোগিতা করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.