
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
"বাংলাদেশ ইসলামিক সাইবার প্রোটেক্টর' বর্তমানে অনলাইন প্লাটফর্মে বহুল আলোচিত একটা নাম। যার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ২০১৬ সালের ১৭ এপ্রিল। অশ্লীলতা মুক্ত অনলাইন প্ল্যাটফর্ম গড়বো এই স্লােগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামিক সাইবার প্রোটেক্টর।
৭ বছর আতিক্রম করে সাইবার এক্সপার্টদের হাত ধরে এগিয়ে যাচ্ছে"বাংলাদেশ ইসলামিক সাইবার প্রােটেক্টর" টিম। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্ল্যাটফর্মটির সাথে যুক্ত হয়েছেন ৮৪ হাজারের বেশি সদস্য। বাংলাদেশ ইসলামিক সাইবার প্রোটেক্টর এর পরিচালক বলেন,বাংলাদেশকে নিরাপদ সাইবার স্পেস হিসেবে গড়ার লক্ষ্যে আামরা কাজ শুরু করেছিলাম এবং আমরা কাজ করে যাচ্ছি।
নিজেদের যাত্রা শুরুর সময়ের কথা উল্লেখ করে বলেন, ২০১৬ সালের পর থেকে অনলাইন প্লাটফর্মকে কাজে লাগিয়ে অশ্লীলতা ছড়িয়ে যুব সমাজকে নষ্ট করা হচ্ছে। যুব সমাজকে অশ্লিলতা থেকে দূরে রাখতে এবং মানুষের সাইবার রিলেটেড সকল সমস্যার সমাধান করার মাধ্যমে তারা এগিয়ে চলেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাইবার বিশেষজ্ঞদের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দিন দিন বাড়ছে বলে মনে করছেন বাংলাদেশ ইসলামিক সাইবার প্রোটেক্টর এর সংশ্লিষ্টরা।
সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা সমস্যার সম্মুখীন হলে বাংলাদেশ ইসলামিক সাইবার প্রােটেক্টর টিমের সহযোগীতা নেন। মানুষের মনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ইসলামিক সাইবার প্রােটেক্টর টিম। সাধারণ মানুষের সেবায় বিনা পারিশ্রমিকে ৫০০ জন সদস্য অনরবত কাজ করে চলেছেন।
বাংলাদেশ ইসলামিক সাইবার প্রোটেক্টর এর পরিচালক আরও বলেন, বাংলাদেশ ইসলামিক সাইবার প্রােটেক্টর টিম শুধু অনলাইনে সিমাবদ্ধ থাকবে না তারা অফলাইনেরও সমানভাবে মানুষের পাশে থাকবে। এর মাধ্যমেই যুবকরা মানুষের পাশে দাড়িয়ে বিনা স্বার্থে তাদের সহযোেগীতার হাত বাড়িয়ে দিবেন বলে মনে করেন বাংলাদেশ ইসলামিক সাইবার প্রোটেক্টরের সংশ্লিষ্টরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.