
মো. রবিউল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
"নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয় গত ৯ ডিসেম্বর শেষ হবে ১৪ ডিসেম্বর। দেওয়া হবে পরিবার পরিকল্পনা সেবা, জরুরী প্রসূতী সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা এবং কৈশরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা।
উক্ত অনুষ্ঠানে নরমাল ডেলিভারি ও নিরাপদ মাতৃত্ব এবং কৈশরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ে বিষদ আলোচনা করেন, বাউসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ পরিদর্শীকা ফেরদৌসী খাতুন, পরিবার কল্যাণ সহকারী শান্তনা রাণী। এছাড়াও গর্ভবতী নারী, শিশু ও কিশোরীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে ৫ বছর বা তার চেয়ে কম বয়সী শিশুদের ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.