সম্পাদক

নিউজ ডেস্ক:

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রেনে নাশকতা ও যানবাহনে আগুন দেওয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে এসব কার্যক্রম করা হচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে বিএনপি গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করছে।

তিনি বলেন, বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এই নির্বাচন আমাদের সফল করতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ এবং ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা, আমাদের পার্টি এবং সমমনা দলগুলো সবার সঙ্গে আলাপ-আলোচনা করে যাচ্ছি। এই নির্বাচনকে যাতে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করা যায়।

তিনি আরও বলেন, অনেকে ভেবেছিল যে, বড় একটা দল না থাকায় নির্বাচনের পরিবেশ ম্লান হয়ে যাবে। ভোটার উপস্থিতি থাকবে না। ভোট উপলক্ষে সারাদেশে জাগরণের ঢেউ থাকবে না। এখন পর্যন্ত আমরা জানি, নির্বাচনকেন্দ্রিক উৎসবমুখর পরিবেশ দেশে অব্যাহত রয়েছে। ৭ জানুয়ারি বাংলাদেশে ব্যাপক ভোটারের উপস্থিতিতে একটা ভালো নির্বাচন হবে। আমরা ক্রমেই গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করার পদক্ষেপ নিতে যাচ্ছি। এই ইলেকশনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের বা পৃথিবীর কোনো দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত এ কথা কেউ দাবি করতে পারবে না। পারফেক্ট কেউ না, তবে এই পরিপূর্ণতা অর্জন করতে, পারফেক্ট হতে আমাদের ত্রুটি-বিচ্যুতি যা আছে—এবার সেসব বিষয়গুলোকে দূর করে আমরা গণতন্ত্রের যাত্রাপথকে আরও মসৃণ করব।তিনি বলেন, অনেকে অনেক কথা বলবেন আমাদের অ্যালায়েন্স নিয়ে, জোট নিয়ে। বিভিন্ন ধরনের শঙ্কা, গুঞ্জন, গুজব আছে। গুজব তো এখন আমাদের রাজনীতির অংশই হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা সতর্ক আছি, গুজব-গুঞ্জন এবং সন্ত্রাস-সহিংসতা আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আমরা বিচলিত হব না। আমরা জেনেশুনেই এ চ্যালেঞ্জ অতিক্রম করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছি।