
ঘুমিয়ে কেন পৃথিবী আজ
লেখক-নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম
ফিলিস্তিন আজ চরম দুঃখে
কাঁদছে হাজার প্রাণ
চক্ষু কি আর অন্ধ আজি
গাইতো যারা মানবতার গান!
মরছে শিশু , নারী - পুরুষ
জ্বলছে ঘর-বাড়ি
রক্ত নদীর স্রোত বয়ে যায়
বুলেট বিদ্ধ লাশ সারি সারি।
মায়ের কোলের শিশু কেন
হলো খুনের শিকার?
কোন ভাষাতে জানাই তোদের
ঘৃণা ভরে ধিক্কার।
জাগবে কবে বিশ্ব বিবেক
মানবতার তরে
উঠুক না হয় নতুন সূর্য
রঙিন সকাল করে।
ঘুমিয়ে কেন পৃথিবী আজ
দাওনা কেন সারা
সত্যের নিশান উড়িয়ে কেন
দাওনা একটু নাড়া,
স্বাধীন দেশে বর্গীরা আজ
দিচ্ছে কেন হানা
আছে কি গো বিশ্ব মোড়ল আমেরিকা
তোমার কিছু জানা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.