ওমর ফারুক
শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার প্রতিনিধিঃ)
মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ উদ্দিন নিযুক্ত হওয়ায় বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার(১৩ ডিসেম্বর) রাত ৯ ঘটিকার সময় বড়লেখা পৌর-শহরের জিম্মি রেষ্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেন, আব্দুল খালিক, শাহজালাল ইনস্টিটিউট এর পরিচালক মাস্টার শামসুল ইসলাম, টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহাব উদ্দিন, ব্যবসায়ী শামসুল ইসলাম জাপান, ব্যাংকার আমিনুল বাবলু, সামসুউদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদ জাকারিয়া, সাংবাদিক শাহরিয়ার শাকিল, যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, মাস্টার জসিম উদ্দিন, শিক্ষক জয়নুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলোকটনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দগন সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক মানবতার সেবায় কাজ করে ইতিমধ্যে বড়লেখা উপজেলার সর্বস্তরের মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে সে জন্য নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে,কখনো টিউবওয়েল বিতরণ, ঘর নির্মান,টিন বিতরণ,খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের এইরকম সামাজিক কাজ গুলো সবসময় অব্যাহত আছে এবং থাকবে এমনটি প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরি কমিটির সভাপতি সাহাব উদ্দিন এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও নৈশভোজ শেষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন অতিথিবৃন্দগন।

