
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মানিত নিবার্হী অফিসার জনাব ইনামুল হাছান।
অনুষ্ঠানের সভাপতি এনামুল হাছান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আত্ত্বার মাগফিরাত কামনা করেন। তাদের বঢার্ন্য জীবন স্মরণ করে বলেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের পরিল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমাদের অগ্রযাত্রাকে ধ্বংস করার জন্য। কিন্তু তারা তা পরেনি।
আমরা বীরজাতি,, আমরা ৫২ সালে মাতৃভাষা বাংলা অর্জন করি,১৯৭১সালে স্বাধীনতা অর্জন করি। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস স্মরণ রাখার আহবান জানান তিনি।
লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ নুরুল ইসলাম এর সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুন লায়েল,লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার সহ জনপ্রতিনিধিগণ, লোহাগাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.