
বিজয় কর রতন, মিঠামইন ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৫০ জন শীতার্ত হতদরিদ্র নারী-পুরুষের পাশে দাঁড়িয়েছে জনতা ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্ত এসব মানুষের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন, জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ।
জনতা ব্যাংক পিএলসির কিশোরগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপনা ইনচার্জ রনজন বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. রমজান বাহার।
ব্যাংকটির কটিয়াদী শাখার ম্যানেজার (এসপিও) কৃষিবিদ মো. আশরাফুল মোনায়েম এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র মো. আক্তারুজ্জামান খোকন, জনতা ব্যাংকের পাকুন্দিয়া শাখার ম্যানেজার সমীরন দত্ত, সিবিএ ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক একেএম আতিকুজ্জামান ভূইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে পাকুন্দিয়া পৌর এলাকার ৪৫০ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.