
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার ছেলে নাজমুল হাডান(২৭) ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. কামাল (২৮) নামে এক আরোহী।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুলের এক্সিডেন্ট হয় বাগেরহাট জেলার রামপাল থানার টেংগামারী গ্রামে।
তিনি রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের একটি বিভাগের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। আর আহত কামালের বাড়ি কুমিল্লা জেলায়।তারা দুজনই ওই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।
মহাসড়কের টেংরামারী এলাকায় বিপরীত দিক থেকে (মোংলাগামী) আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নাজমুল নিহত হন। গুরুতর আহতাবস্থায় কামালকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানান, দুর্ঘটনার পর মিনি ড্রামট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক, মোটরসাইকেল কোনোটিরই নিবন্ধন ছিল না। এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে মোটরসাইকেল নিয়ে উপজেলার ভাগা বাজারে যাচ্ছিলেন নাজমুল ও কামাল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.