
নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোটের শরিকদের জন্য ৭টি আসন ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাসদকে তিনটি এবং জাতীয় পার্টিকে (মঞ্জু) একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।
ছেড়ে দেওয়ার আসনগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বরিশাল-৩, মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ আসন থেকে লড়বেন। এই সকল আসন থেকে আওয়ামী লীগের নৌকা পেয়েছিলেন, বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন, সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন , রাজশাহী-২ মোহাম্মদ আলী।
এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪ এবং মোশাররফ হোসেন লক্ষ্মীপুর-৪ আসন ছেড়ে দেওয়া হয়েছে। এই সকল আসন থেকে আওয়ামী লীগের নৌকা পেয়েছিলেন, বগুড়া-৪ মো. হেলাল উদ্দিন কবিরাজ ,লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী।
এর বাইরে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে।এই আসন থেকে আওয়ামী লীগের নৌকা পেয়েছিলেন কানাই লাল বিশ্বাস।
২০০৮ সাল থেকেই ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করে আসছে। সবশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে শরিক দলের আট নেতা নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.