
রবিউল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
সারাদেশে চলছে বর্তমান সরকারের টেকসই উন্নয়নের নানা প্রকল্প। কিন্তুু কতিপয় অসাধু ঠিকাদারের কারণে ব্যাহত হচ্ছে এ টেকসই উন্নয়ন কার্যক্রম।
এমনি এক ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার দূর্গম চরাঞ্চলে। উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর বাজার থেকে বাবলু ব্যাপারীর দোকান পর্যন্ত ১.২৫ কিঃমিঃ এলজিইডি প্রকল্পের রাস্তা কার্পেটিং এর কাজ করেন ঠিকাদার ছাদেক আলী।
গত (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ রাস্তার নির্মাণ কাজ শেষ হয়। তবে নিম্নমানের এ কাজে স্থানীয়রা বাঁধা দিলে ঠিকাদার পক্ষের একজন চাঁদাবাজি মামলার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, হাত দিলেই উঠে আসে কার্পেটিং। এছাড়াও রাস্তার পুরুত্বও ঠিক নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের জন্য গণস্বাক্ষর সহ প্রস্তুতী গ্রহন করেছে এলাকাবাসী।
জানা যায়, ছাদেক আলীর নিজস্ব কোন ঠিকাদারি লাইসেন্স নেই। অন্যের কাছ থেকে টেন্ডার কিনে নিম্নমানের কাজ করে লাভ পুষিয়ে নেয়।
ঠিকাদার ছাদেক আলীর ব্যাবহৃত মোবাইল ফোনে একাধিক বার কল দিলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি মুঠোফোনে উপজেলা ইন্জিনিয়ার কে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম মুঠোফোনে বলেন, এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। বর্তমানে আমি ছুটিতে আছি, আগামী রবিবার সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব।
এ ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গতকাল আমি এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহন করেছি। আপনাদের মাধ্যমে এ বিষয়ে অবগত হলাম, ইন্জিনিয়ারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.