
শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
১৯৭১ সালে ১৬ ডিসেম্বর ৯১৬৩৪ জন পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করে। নরসিংদীর বেলাব উপজেলা থেকে ও অনেক নারী পুরুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
প্রতিবারের মতো এবারও নরসিংদীর বেলাবতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। (১৬ ডিসেম্বর) শনিবার ভোরে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সকল সরকারি-বেসরকারি, শ্বায়ত্তশাসিত, আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর সকাল ৮টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন বেলাব উপজেলা প্রশাসন, বেলাব থানা প্রশাসন, প্রশাসনিক সকল দপ্তর, মুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।
সকাল ৯টা থেকে বেলাব উপজেলা মাঠে প্রশাসনিক বিভিন্ন দপ্তর এবং মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ শুরু হয়। পর্যায়ক্রমে ডিসপ্লে, মুক্তিযুদ্ধের কৌতুক, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সমসের জামান ভুইয়া রিটন, বেলাব উপজেলা সহকারি কমিশনার(ভূমি ) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, নির্বাচন অফিসার সহ প্রমূখ।
বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বেলাব উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠনের সদস্য সহ গণমাধ্যমকর্মীরা। শেষে উপজেলা মিলানায়তনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রধান করা হয়। তাছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.