ওমর ফারুক

মুবিন বিন সুলাইমান, রাঙ্গুনীয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এর মাধ্যমে দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাঙ্গুনিয়া উপজেলায় ‘মহান বিজয় দিবস-২০২৩’।

শনিবার ১৬ই ডিসেম্বর ভোরে রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহি কর্মকর্তা মোঃ রায়হান মেহবুব, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, উপজেলা চেয়ারম্যান বাবু সজন কুমার তালুকদার, মডেল রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা হাছানসহ উপজেলা সরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি শামসুল আলম তালুকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সদ্য নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা প্রাঙ্গনে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার স্কাউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রাঙ্গুনীয়া ১৫টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ইউনিয়নে যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালন করেছে ‘মহান বিজয় দিবস-২০২৩’।