
শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ গ্লোরিয়াস কিন্ডারগার্টেনে নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় সময় গ্লোরিয়াস কিন্ডারগার্টেনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন এর পরিচালনায় সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার সভাপতি ও মোহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী সুলতান মাহমুদ, গ্লোরিয়াস কিন্ডারগার্টেন এর পরিচালক এম. তারেক হাসনাত , সাংবাদিক শাহরিয়ার শাকিল, ৭নং ওয়াড যুবলীগ নেতা আব্দু শহীদ, অভিভাবক সদস্য জাবির আহমদ সহ উপস্থিত ছিলেন গ্লোরিয়াস কিন্ডারগার্টেন এর শিক্ষক শিক্ষীকা ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্যঃ মুক্তির মন্দির সোপান তলেকত প্রাণ হলো বলিদান,লেখা আছে অশ্রুজলে..কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,বন্দীশালার ওই শিকল ভাঙা,তাঁরা কী ফিরিবে এই সুপ্রভাতে-যত তরুণ অরুণ গেছে অস্তাচলে!
১৬ই ডিসেম্বর তুমি দুঃখিনি মায়ের দুঃখ ভোলানো সুখের হাসি,তুমি ছেলে হারা পিতার শোক কাটানো শ্যামল গাঁয়ের,রাখাল ছেলের মিষ্টি মধুর সুরের বাঁশি এই স্লোগানে মুখরিত ছিল বিদ্যালয়ের প্রাঙ্গণ।
বিজয় দিবস উপলক্ষে গ্লোরিয়াস কিন্ডারগার্টেন র্যালী
খেলা- ধুলা পুরুস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের আনন্দ দিতে দেখা গেছে। পরবর্তীতে গ্লোরিয়াস কিন্ডারগার্টেন এর পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.