
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এসেছিল মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে।
মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে। অতএব, মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীনতা ও বিজয়কে অর্থবহ করে তুলতে হবে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহর সঞ্চালনায় নগরীর একটি মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা মুহাম্মদ নুরুন্নবী, স.ম শামীম, মাওলানা জাহাঙ্গীর আলম, রেলওয়ে শ্রমিকনেতা মনিরুল ইসলাম মজুমদার, বশির আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই সুজলা-সুফলা সুন্দর দেশটিকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে মানুষের সকল নাগরিক অধিকার সংরক্ষিত থাকবে।
বাকস্বাধীনতা থাকবে। ভাতের ও ভোটের অধিকার নিশ্চিত হবে। শ্রমিকদের অধিকার ও ন্যায্য পাওনা পরিশোধিত হবে। আসুন, তেমন একটি সুন্দর-সমৃদ্ধ দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হই। বিজয় ও স্বাধীনতার অর্জনকে অর্থবহ করে তুলি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.