
মুবিন বিন সুলাইমান, রাঙ্গুনীয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বসতঘর। আজ (১৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভূমিরখীল গ্রামের আমিন শরীফ মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় হতরিদ্রদের পেশায় রিক্সা চালক মো. জাফরের ৫ রুম বিশিষ্ট বেড়ার ঘর ও চাকরিজীবী আব্দুল জলিলের ৩ রুম বিশিষ্ট আধা ফাঁকাঘর দুটি পুড়ে গেছে।
এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তারা।
খবর পেয়ে ভোরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র পক্ষ থেকে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, খোরশেদ আলম সুজন, মো. হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন শরিফ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, মো. আজিম মেম্বার, ইউপি সদস্য দিদারুল আলম, শিরিন আকতার, জাফর আলম, মো. হোসেন, ইউছুপ আলী, জাহাঙ্গির আলম মেম্বার, মাওলানা ফজল করিম, মাওলানা আবুল বয়ান, খালেদ মোশাররফ, সিরাজুল ইসলাম, ফোরকান, আরকান প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.