সম্পাদক
শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় জাগরণীর কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান আহমদ এর পরিচালনায় সভাপতি কলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা মাওলানা কবির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্ঠা জুনেদ আহমদ, সহ-সভাপতি সাংবাদিক শাহরিয়ার শাকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সহ উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ । ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের রুহের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা কবির হোসেন।

