সম্পাদক
গাজী ইসমাইল ভাঁওয়ারী, নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরী শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফিজ জী বলেছেন স্বাধীনতা আল্লাহ পাকের পক্ষ থেকে মহান নেয়ামত। ব্রিটিশদের গুলামি থেকে ভারত বর্ষ মুক্ত হওয়ার পর ১৯৪৭ মুসলমানদের জন্য তার নামে আলাদা ভূখণ্ড স্বাধীন হয়েছিল। কিন্তু পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের মানুষ নজির বিহীন জুলুম শোষনের শিকার হওয়ার পর ১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি বলতেন একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল জালেমদের বিরুদ্ধে মজলুমের সংরাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে স্বাধীনতার বায়ান্ন বছর অতিবাহিত হলেও বাংলাদেশের জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
বাংলাদেশের জনগণ আজও পর্যন্ত স্বাধীনতার কোন সুফল ভোগ করতে পারেনি। মুক্তিযুদ্ধের পর একটি ও স্বাধীন ভূখণ্ড পেলেও আপামোর জনগণ আজও পরাধীন। সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা অব্যাহত রয়েছে। ধনীরা আরো ধনী হচ্ছে আর গরিবরা গরিবই থেকে যাচ্ছে। মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়নি।নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চড়া দামে জনগণ মানবতার জীবনযাপন করছে। অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় মালামাল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। আবার কেউ দেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই নিজেদের স্বার্থ উদ্ধার করেছে কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। প্রতি হিংসার রাজনীতির কারনে জনগণ বরাবরই হয়েছে অবহেলিত ও বঞ্চিত। তাই খেলাফত রাষ্ট্র তথা কোরআন-সুন্নাহর শাসন ছাড়া মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। আজ ১৬ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ন মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী,ইঞ্জিনিয়ার মুফাসসিল হোসাইন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল ও মাওলানা মাহবুবুল হক প্রমুখ। আলোচনা শেষে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মর্যাদাবুলান্দি, দেশে দেশে স্বাধীনতাকে মুসলমানদের বিজয় ও বিশ্ব মানবতার মুক্তি কামনা করি বিশেষ দোয়া করা হয়।

