ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ, মাধবদী(নরসিংদী) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে “ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার “ভার্ক” বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উৎযাপন করেছে।
দিনটির শুরুতেই নরসিংদী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভার্ক নরসিংদীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।সকাল ১০ টা থেকে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা,যেখানে দুজন এমবিবিএস ডাক্তার ফ্রিতে সেবা দিবে বিকেল ৫ টা পর্যন্ত।বিকেলে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হবে।
নরসিংদী জেলার শিবপুর, পলাশ ও নরসিংদী সদরে এ সেবা প্রদানের আয়োজন করেছে ভার্ক কর্তৃপক্ষ।
উক্ত কার্যক্রমগুলো সঠিক পর্যায়ে সফল করতে উপস্থিত ছিলেন,ভার্ক নরসিংদী জেলার সহকারী পরিচালক – মোঃ আজিম রানা,ভার্ক ইএমডিসি প্রজেক্ট ম্যানেজার- বিপ্লব চন্দ্র দে,মাধবদী শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান সহ “ভার্ক” এর বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাগন।
নরসিংদী সদরে ফ্রি মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।

