ওমর ফারুক

শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

এ – সময় উপস্থিত ছিলেন মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাযিম উদ্দিন, সহকারী শিক্ষক বধরুল ইসলাম, সহকারী শিক্ষক মুনিমুর রহমান গ্লোরিয়াস কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা মাধুরী চক্রবর্তি, খাদিজা বেগম, ফাহমিদা আক্তার,শাম্মি আক্তার সহ অন্যান্য শিক্ষক শিক্ষীকা বৃন্দগন।

১৬ই ডিসেম্বর তুমি ১৬ কোটি মানুষের চলার পথের উৎস প্রেরনার,তুমি সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি বাঙালির গর্ব দুঃখ-সুখের অনুরণ স্বপ্নীল বাসনার,

১৬ই ডিসেম্বর তুমি কৃষকের বুকে শস্য-শ্যামল ফসলি জমির বেস,তুমি কৃষানীর হাতে মিষ্টি গন্ধে ভরা মুঠো মুঠো সোনালী ধানের শীষ ।তুমি আনন্দের, তুমি কান্নার তুমি চির শান্তির তুমি অগ্নিঝরা বিজয় উচ্ছ্বাস ১৬ কোটি বাঙালির প্রানের উৎসব বিজয় দিবস ।

এই সব স্লোগানে সকাল থেকে মুখরিত হতে দেখা গেছে মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দুদের।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকাবৃন্দ।