ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নাগেশ্বরীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “যদি থাকে আত্মবিশ্বাস, গড়বো সমাজ গড়বো দেশ” এই স্লোগানকে সামনে রেখে দুপুর ১২ টা হতে বিকের ৪ টা পর্যন্ত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এগারোমাথা বাজারে আত্মবিশ্বাস যুব সংগঠনের আয়োজনে আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বিভিন্ন এলাকার প্রায় শতাধিক বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ গ্রহণ করে।
ক্যাম্পেইনে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, একরামুল খান ও শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল কাদের আরিফ। আরো উপস্থিত ছিলেন, আল-আমীন সরকারসহ সংগঠনের সদস্যবৃন্দ।

