ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর, শনিবার সকাল ৯টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল শুক্কুর, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধাগণসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, লোহাগাড়ার কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ভিডিপি বাহিনী, ফেয়ার সার্ভিস, লোহাগাড়া উপজেলার বিভিন্ন কেজি স্কুল, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কুচকাওয়াজ ও ব্যতিক্রমধর্মী ডিসপ্লে তে অংশ গ্রহন করে মহান বিজয় দিবসের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলেন।

পরিশেষে বিজয়ীদের পুরস্কার ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন অথিথিরা।