
জাবির আহম্মেদ জিহাদ ইসলামপুর (জামালপুর)প্রতিনিধি:
কিশোরকন্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলার উদ্যোগে সোমবার সকালে শহরের একটি মিলনায়তনে কিশোরকন্ঠ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠক ফোরামের জেলা পৃষ্ঠপোষক নাঈম হাসান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেধাবী হওয়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মানে মেধাবীদেরকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।
এতে আরো উপস্থিত ছিলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের চেয়ারম্যান আবু সাঈদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আকরাম হোসেন, জেলা পৃষ্ঠপোষক ও ইসলামপুর উপজেলা চেয়ারম্যান মোঃআহসান উল্লাহসহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য গত আগস্ট মাসে কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।
এতে সারা জেলায় প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে সোমবার পুরস্কার বিতরণীর মাধ্যমে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.