
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ট্রেনে কাটা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৭ টায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দোলাবাড়ি এলাকায় ইদ্রিস মিয়া (২০) ও সকাল ৯ টায় নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় জুয়েল ভূইয়া (৪৫) নামে একজন ট্রেনে কাটা পড়ে মারা যায়।
নিহত ইদ্রিছ নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার বেনুয়া এলাকার নয়ন মিয়ার ছেলে আর জুয়েল রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার মোকাদ্দেস ভূইয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দোলাবাড়ি এলাকায় রেললাইনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পড়ে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে আসে।
পরে পরিবারের স্বজনরা খবর পেয়ে ফাঁড়িতে এসে মরদেহ ইদ্রিসের বলে শনাক্ত করে। তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে কেউ বলতে পারেনি।
এদিকে সকাল ৯ টায় রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেসের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই জুয়েল নামে একজন মারা যায়।
পড়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাড়িঁতে নিয়ে আসে।
নরসিংদী রেলওয়ে ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা পৃথক স্থানে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে এসেছি। মেথিকান্দায় নিহত জুয়েল মানসিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছি। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.