ওমর ফারুক

মো কামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ এবং ‘থার্টি ফাস্ট নাইট’ উদ্‌যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ দুটি অনুষ্ঠানকে ঘিরে কড়া বার্তা দিয়েছে জেলা প্রশাসন।


১৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।


সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক থার্টি ফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে, বাড়ির ছাদে গান-বাজনা কিংবা ডিজে পার্টি, ফানুস ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।


নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেও জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ দুটি উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করবে। একইসাথে উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চুয়াডাঙ্গাবাসীর সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।