
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রচন্ড শীত শুরু হয়ে গেছে। শীতের ঠান্ডায় পরশ পেতে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ৫ ওয়ার্ডের ইমাম মুয়াজ্জিনদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৯ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার,বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল খলিফার পুত্র , যুবলীগ নেতা কাইছার হাছান বাপ্পীর পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জলদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার, যুবলীগ নেতা কাইছার হাছান বাপ্পী, এলাকার মাণ্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার যুবলীগ নেতা কাইছার হাছান বাপ্পী জানান, শীতের কন কনে কাপছে এলাকার অসহায় মানুষ। প্রতি বছরের ন্যায় এ বছরের শীতের শুরুতে ১৫০জন অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।
দ্বিতীয় ধাপে ৫ ওয়ার্ডের ইমাম ও মুয়াজ্জিনদের কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.