
শাহিনুর আক্তার,বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার এবং নির্মূলের সংগ্রাম, মানুষের অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশ মহিলা পরিষদ ৫ দশকের বেশি সময় ধরে চালিয়ে আসছে।
কিন্তু এখনও পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী ও কন্যার প্রতি সকল ধরনের সহিংসতামুক্ত মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হয় নাই। বরং যেকোন সময়ের তুলনায় নারী ও কন্যার প্রতি নির্যাতনের হার ও ভয়াবহতা ক্রমবর্ধমান।
ব্যক্তি-পরিবার ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে বেলাব মহিলা পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার বারৈচা কার্যালয়ে বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি নাজমুন নাহার আমেনা, সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা, সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার খালেদা, লিগ্যাল এইড সম্পাদক রোখসানা বেগম, বিশিষ্ট সমাজসেবক জাহানুল হক বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মজিবুর রহমান, মেহেদি হাসান, সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, এডভোকেট নাসির উদ্দিন, হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক সহ মহিলা পরিষদের সদস্যবৃন্দ।
সভায় উল্লিখিত ব্যক্তিগর্গের মতামতের প্রেক্ষিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুপারিশমালা তৈরি করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.