ওমর ফারুক

রবিউল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

আর কোন বিভেদ নয়, সকলে মিলে মিশে এক হয়ে কাজ করতে হবে। মানুষ কে ভালোবাসা দিয়ে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে নৌকায় ভোট চাই।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার (৯নং ওয়ার্ড) রুস্তমপুর বাজারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন মেয়র মুক্তার আলী।

এছাড়াও দৃশ্যমান উন্নয়নের প্রশংসা করে সকল কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি’র নৌকা মার্কা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান মেয়র মুক্তার আলী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টার সময় রুস্তমপুর বাজারের হাট চালিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন মেয়র। সব শেষে রুস্তমপুর বাজারে নির্মানাধীন ভেজিটেবল মার্কেট পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।