
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া গ্রাম। এই গ্রামের উপর দিয়ে বয়ে গেছে ডলু নদী।
দানুরমার ঘাট সংলগ্ন এই ডলু নদীর দক্ষিণ পারে অবস্থিত ইউনিয়নের ৯ নং ওয়ার্ড। ওয়ার্ড বেষ্টিত উপজেলা সদরের সঙ্গে সংযোগ বিহীন ওপারে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া সরকারি কলেজ এবং কিন্ডার গার্ডেন ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এছাড়াও দানুরমার ঘাট ডলু নদীর দক্ষিণ পারের লোকজনের একমাত্র বাজার সাতকানিয়া দেয়ানহাটে বাজার সদায় করতে যাওয়ার প্রয়োজন মেটানো ছাড়াও সবধরনের যাতায়াতের জন্য প্রতিদিন শতশত মানুষ এই নদীর উপর দিয়ে চলাচল করে থাকে।
শত সম্ভাবনার মাঝেও দক্ষিণ রূপকানিয়াবাসীর মূল সমস্যা হলো সেতু বিহীন ডলু নদী, যা উপজেলাকে দুর্ভোগ করে রেখেছে। নদীর দক্ষিণ পার থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে নদী পারাপার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে।
এই দক্ষিণ রূপকানিয়ার মানুষকে সাপ্তাহিক ও প্রতিদিনকার বাজার, চিকিৎসা সেবা ও আইনি সহায়তাসহ বিভিন্ন কাজে প্রতিদিন নদী পার হতে হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে এই নদী পারাপারের সময় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
অতএব, এই ডলু নদীর উপর একটি সেতু নির্মাণ করে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগ লাঘব করবার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সবিনয় আবেদন করছেন এলাকাবাসী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.