
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে আগামীকাল ২২ ডিসেম্বর শুক্রবার বিকালে মাধবদীর গরুর হাটে অবস্থিত বিজয় মঞ্চ ৭১ এ।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ নরসিংদী জেলা শাখা এর আয়োজনে মহান বিজয় দিবস ২০২৩ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা,সংবর্ধনা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
লে. কর্নেল অব. মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন।
সভাপতিত্ব করবেন জেলা কমান্ডার সভাপতি, সেন্টার কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ও নরসিংদী জেলা আওয়ামীলীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মোতালিব পাঠান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.