ওমর ফারুক
রবিউল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক ব্যাবসায়ী কে আটক করেছে র্যাব-৫। এ সময় ৫১১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন ও দুটি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃত ব্যবসায়ী আশিকুর রহমান আশিক (২৩)। রাজশাহীর মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্রজামিরা গ্রামের জামাল উদ্দীনের ছেলে। শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টায় তাকে আটক করে র্যাব-৫ এর অভিযানিক দল।
র্যাব-৫ এর একটি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর ২নং বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্রজামিরা গ্রামের আশিক এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তৎক্ষনাৎ আশিকের বাড়ীতে র্যাবের টিম পৌঁছে তার বাড়ী ঘেরাও করে তল্লাশী চালায়।
এ সময় আশিক কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আশিক তার বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদের কথা স্বীকার করেছে।
র্যাব-৫ আরও জানায়, আশিক দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
আটককৃত আশিকের ব্যক্তির শয়ন কক্ষে থাকা ড্রেসিং টেবিল এর ড্রয়ারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মহানগরীর বেলপুকুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

