ওমর ফারুক
জাবির আহম্মেদ জিহাদ ,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর চিনাডুলী ইউনিয়নের ৯ নং ওর্য়াডে দুপুরে হাওসি বেগমের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগা দেখে বাড়ির আশেপাশের লোকজন এগিয়ে আসেন।
আজ (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় এই আগুন লাগার ঘটনাটি ঘটে। এতে তার একটি ঘর পুড়ে যায়।
এই ঘটনাটি স্থানীয় মেম্বার (পারভীন বেগম) নিশ্চিত করে বলেন, ইসলামপুর ফায়ার সার্ভিস কে ফোন করা হয়েছিল কিন্তু তারা আসার আগেই আগুন নিভানো সম্ভব হয়েছে।
হাওসি বেগম বাংলাদেশ আমারকে জানান, আমি সকালের রান্না শেষ করে বাড়ির অন্য কাজ করছি। হঠাৎ আমি গরুর খাবার আনতে যায় রান্নাঘরে, গিয়ে দেখি আগুন। আমি সাথে সাথে আামার প্রতিবেশীদের জানাই এবং তারা এগিয়ে এসে আমাকে আগুন নিভাতে সাহায্য করে।
হাওসি বেগম আরও বলেন, যথা সময়ে আগুন নিভাতে সক্ষম না হলে আমার বড় ধরনের ক্ষতি হতো।

