ওমর ফারুক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-২ (পলাশ) আসনে প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপের পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে আমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ভুঁইয়া রিপনকে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ইউনিয়নের কান্দাইল গ্রামে নৌকার প্রচারণা চালানোর সময় তার কোমরে পিস্তল সহ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
জানা যায়, বৃহস্পতিবার দলীয় কর্মী-সমর্থক ও নৌকা প্রার্থীকে সঙ্গে নিয়ে নৌকার প্রচারণা চালান সাবেক এই ইউপি চেয়ারম্যান। সে সময় তার কোমরে একটি কালো রঙের পিস্তল ছিল। পরে নাজিম উদ্দিনের কোমরে পিস্তল থাকা কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ইতিপূর্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।
গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত যেকোন আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন থেকে বিরত থাকতে বলা হয়ছে এবং এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে The Arms Act 1878 এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
অস্ত্রটি লাইসেন্সকৃত দাবী করে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া বলেন, কোমরে আমার পিস্তল ছিল! এটা ঠিক। তবে আমি কাউকে ভয় দেখায়নি। এর আগে ইউপি নির্বাচনে আমার বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। তাই এটা সঙ্গে রেখেছি। অন্য কিছু নয়।
খোঁজ-খবর নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান আমদিয়ার দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এখনো আসেনি, কেউ আমাদের কাছে অভিযোগও করেননি।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম বলেন, এ বিষয়ে চিঠি দিয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। যেনো নির্বাচন চলাকালে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করা না হয়। অস্ত্র প্রদর্শন সেটা বৈধ বা অবৈধ হোক আপাতত নিষিদ্ধ।
এবিষয়ে নরসিংদী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপের সঙ্গে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

