
মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গত ২৪ ডিসেম্বর দিনভর অভিযান চালিয়ে র্যাব -৫ রাজশাহীর অধীন জয়পুরহাট ক্যাম্পের বিশেষ আভিযানিক দল তাকে আটক করে।
র্যাব সূত্র জানায়, জয়পুরহাট র্যাব (সিপিসি-৩) ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ ডিসেম্বর বিকেলে ৩ টার দিকে উপজেলার হরতকিডাঙ্গা এলাকা হতে ধর্ষণ মামলার আসামী হরিতকীডাঙ্গা গ্রামের গমেজ মুন্সির ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৫), গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, জৈনকা মোসাঃ জিন্নাতুন কে বিয়ে করার কিছুদিন পর মোসাঃ জিন্নাতুন আসামী মোঃ নজরুল ইসলাম কে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিলে সে বিয়ের বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে মোসাঃ জিন্নাতুন বাদী হয়ে নারী ও শিশু দমন আইন অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা রুজু করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.