ওমর ফারুক

মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ ২ আসন, আজমিরীগঞ্জ – বানিয়াচং   নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনি হাওয়ায় দুলছে আজমিরীগঞ্জ -বানিয়াচংয়ের জনগণ ।

ভোটের আমেজ বিরাজ করছে গ্রাম পাড়া মহল্লায় ও এলাকার বিভিন্ন হাটবাজারে চায়ের দোকানে। আড্ডা চলে সকাল বিকেল, চলে নির্বাচনী আলোচনা,  যার যার সমর্থিত প্রার্থীর গুনগান গাইছেন ইচ্ছে মত। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও চলছে প্রচারণা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামি লীগ মনোনয়ন দিয়েছে অত্র এলাকার সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত এড. শরীফ উদ্দিন ‘র সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ময়েজ উদ্দিন শরীফ রুয়েল কে। 


অন্যদিকে দলের কৌশলী সিদ্ধান্তে উদ্বুদ্ব হয়ে আসনটিতে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন অত্র এলাকার টানা তিনবারের (বর্তমান) সংসদ সদস্য  হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক ও সাধারণ সম্পাদক সাধারন মানুষের প্রিয় লোক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

তিন বার এই আসনে আওয়ামিলীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে আব্দুল  মজিদ খান এমপি হন। স্বাধীনতার পর থেকে বেশির ভাগ সময় নৌকার প্রতিক বিজয় অর্জন করে, এই হিসেবে আসনটিকে আওয়ামিলীগের ঘাটি বলা হয়ে থাকে।

২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আব্দুল  মজিদ খান এলাকায়  ব্যাপক উন্নয়নমুলক কর্মকাণ্ড করেছেন। যার ফলে ভোটারের বিশাল একটা অংশ তাকে সমর্থন করছেন। 
অন্যদিকে দুই উপজেলার দলীয় নেতাকর্মী প্রায় সবাই নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

আলাপ কালে আজমিরীগঞ্জ  উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লোকমান মিয়া বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে মানুষ অনুপ্রানিত হয়ে আগামীতেও নৌকায় ভোট দেবে ।

এক প্রশ্নের জবাবে ডা. লোকমান মিয়া বলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহন মূলক হবে সবাই নিজ ভোট পছন্দের প্রার্থীকে দেবে ।

উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী বলেন জনগণই নেতা তৈরী করে। আব্দুল মজিদ খান বিগত ১৫ বছর ধরে সুখে দুঃখে এলাকার মানুষের পাশে থেকে জনমনে জায়গা করে নিয়েছেন তাই সর্ব সাধারণ মানুষ মজিদ খান কেই ভোট দেবে। 

ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মিনার প্রতীক নিয়ে লড়ছেন শেখ হিফজুর রহমান । তিনি বলেন আশা রাখি জয় হবে। সাধারণ মানুষ আশা করে নির্বাচন সুষ্ঠু হবে ইনশাআল্লাহ আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে নতুন ইতিহাস তৈরী হবে। এই আসনে মোট নয়জন প্রার্থীর মাঝে অনেক মুখই অপরিচিত। 

বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত প্রধান দুই প্রার্থী নৌকা ও ঈগল নিয়ে আলোচনা চল্লেও স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ খান এগিয়ে আছেন।