ওমর ফারুক

তৈয়্যবুর রহমান(তুহিন),চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি:

ভোলা ৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন,ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। আমাদের নতুন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার।

স্মার্ট বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার চূড়ান্ত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়।’ তিনি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান সংগ্রাম এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

২৫ (ডিসেম্বর)বিকেলে তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নস্থ মেঘনার চরে জেগে উঠা বিছিন্ন অঞ্চল চর মোজাম্মেল এলাকার মুক্তিযোদ্ধা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শাওন আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি গ্রহণ ও এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন ।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল মিয়া, তজুমদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা,শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান রাসেল সহ শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।